দার্জিলিং ভ্রমন (বাই রোড)
অনেক তো প্ল্যান করলেন দার্জিলিং যাবেন কিন্তু যাওয়া হচ্ছে কই?
নিজস্ব অভিজ্ঞতা আর দক্ষতার সমন্বয়ে আপনাকে একটি কাঙ্ক্ষিত ভ্রমণ উপহার দেওয়ার জন্য প্রস্তুত ট্রিপট্রিক্স পরিবার।
ভ্রমণের স্থান সমূহ:
*টাইগার হিল *রক গার্ডেন *বাতাসিয়া লুপ *হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট *টি গার্ডেন *জুওলজিক্যাল পার্ক *তেনজিং রক *জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা *মিরিক লেক *গোপালধারা টি স্টেট *সীমানা ভিউ পয়েন্ট
ভ্রমনের সময়কাল
ভ্রমণ খরচ
+8801951144405
+8801905440581
Tour Itinerary
দার্জিলিং ভ্রমনের বিস্তারিত তথ্য:
০ তম দিন: রাত ০৭:৩০-০৭:৪৫ মিনিটের মধ্যে গাবতলী মাজার রোড়/কল্যাণপুর বাস কাউন্টারে আমাদের সবার উপস্থিত হতে হবে। আমাদের বাস রাত আনুমানিক ০৮:৩০ মিনিটে বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে যাবে।
১ম দিন: সারা রাত বাস ভ্রমন করে আমরা আনুমানিক সকাল ০৭:০০ মিনিটে বুড়িমারি পৌঁছে যাবো। বাস থেকে নেমে আমরা ফ্রেশ হয়ে নিব। সকাল ০৯:০০ মিনিটে ইমিগ্রেশন কাউন্টার খুলবে। দুই দেশের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আনুমানিক সকাল ১১:৩০-১২:৩০ মিনিটের মধ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। শিলিগুড়ি পৌঁছে আমরা দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরের খাবার খেয়ে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সন্ধ্যায় আমরা দার্জেলিং পৌঁছে হোটেল এ চেক ইন করবো। রাত আনুমানিক ০৮:৩০-০৯:০০ মিনিটে আমরা রাতের খবার খেতে সবাই একত্রিত হবো এবং রাত্রি যাপন দার্জেলিং হোটেলে।
২য় দিন: খুব ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিব। আনুমানিক ভোর ০৪:১৫-০৪:৪৫ মিনিটে আমরা টাইগার হিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সকাল ০৬:৩০ মিনিট পর্যন্ত আমরা টাইগার হিলে অবস্থান করবো। টাইগার হিল থেকে আমরা ঘুম মনাস্ট্রি ও বাতাসিয়া লুপ ঘুরে দেখবো। দুইটি স্পট ঘুরে আমরা হোটেলে ফিরে আসব ও সকালের নাস্তা (০৯:০০-১০:০০ মিনিট) করে নিব। সকালের নাস্তা করে আমরা বাকি স্পট গুলো (পীস প্যাগোডা ও জাপানিজ টেম্পল ), রক গার্ডেন, তেনজিং রক , টি গার্ডেন ঘুরে দেখবো। দুপুরের খাবার খেতে কিছুটা বিলম্ব হতে পারে। সব গুলো স্পট ঘুরে আমরা হোটেলে ফিরে আসবো। দুপুরের খাবার খেয়ে আমরা কিছুটা সময় বিশ্রাম নিয়ে মল রোড়ে ঘুরতে পারি, স্ট্রিট ফুড় খেতে পারি ও শপিং করে সময় অতিবাহিত করতে পারি। রাত আনুমানিক ০৮:৩০-০৯:০০ মিনিটে সবাইকে ডিনারের জন্য সমবেত হতে হবে। খাবার খেয়ে আমরা রাতে হোটেলে অবস্থান করবো।
৩য় দিন: সকালের নাস্তা ০৭:০০ মিনিটে সম্পন্ন করে অথবা প্যাকেট নাস্তা নিয়ে হোটেল থেকে চেক আউট করবো। অতঃপর আমরা মিরিক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিবো। পথিমধ্যে আমরা সীমানা ভিউ পয়েন্ট, এবং মিরিক লেকের অসাধারণ ভিউ উপভোগ করতে করতে দুপুরের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবো। শিলিগুড়িতে দুপুরের খাবার খেয়ে নিব। তারপর রিজার্ভ গাড়িতে চ্যাংড়াবান্ধা বর্ডারে উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। বিকাল ০৪:০০ মিনিটের মধ্যে আমরা সীমান্তে পৌঁছে যাবো ও দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করবো। বুড়িমারিতে আমাদের বাস অপেক্ষায় থাকবে । সন্ধ্যা ০৬:৩০ মিনিটের মধ্যে আমরা বাস কাউন্টারে পৌঁছে আসন গ্রহণ করবো। নিদিষ্ট সময়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সারা রাত বাস ভ্রমন শেষে পরের দিন সকালে মাজার রোড়/কল্যাণপুর বাস কাউন্টারে আমাদের ভ্রমন শেষ হবে।
ট্যুরে যা অন্তর্ভুক্ত:
- ঢাকা- বুড়িমারী- ঢাকা (বাস টিকেট)
- দুই রাতের জন্য হোটেলে থাকার ব্যবস্থা
- চ্যাংড়াবান্ধা- শিলিগুড়ি- চ্যাংড়াবান্ধা রিজার্ভ ট্রান্সপোর্ট
- দার্জিলিং সাইট সিইং এর জন্য রিজার্ভ ট্রান্সপোর্ট
- ইন্ডিয়া সাইডের ৩বেলা খাবার
ট্যুরে যা অন্তর্ভুক্ত নয়:
- ইন্ডিয়া ভিসা খরচ
- বর্ডার ট্রাভেল ট্যাক্স
- ব্যাক্তিগত খরচ
- টিপস
- যাত্রাপথে খাবারের ব্যবস্থা
- ইমিগ্রেশন প্রসেস
- প্রবেশ টিকেট






