সিকিম ভ্রমন (বাই ট্রেন)

সিকিম ভ্রমণের স্থান সমূহ:
সিংহীক ভিউ পয়েন্ট, সেভেন সিস্টার ওয়াটার ফল, নাগা ওয়াটার ফল, অমিতাভ বচ্চন ওয়াটার ফল, বাটারফ্লাই ওয়াটার ফল, ইয়ামথাং ভ্যালি, সাঙ্গু লেক এবং জিরো পয়েন্ট ও কাটাও (পারমিশন ও অতিরিক্ত খরচ বহন সাপেক্ষে)

ট্রেনের সময়সূচীঃ
ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বেঃ প্রতি সোমবার ও বৃহস্পতিবার
নিউজলপাইগুড়ি থেকে থেকে ছাড়বেঃ প্রতি রবিবার ও বুধবার 

ভ্রমনের সময়কাল

৫রাত ৬দিন

ভ্রমণ খরচ

+8801951144401
+8801951144405
+8801905440581

Tour Itinerary

০ তম দিন

ক্যান্টনমেন্ট ট্রেন স্টেশনে ইমিগ্রেশন শেষ করে রাতে আপনাদের যাত্রা শুরু হবে। সারা রাত ট্রেন ভ্রমন করে সকালে আপনারা নিউ জলপাইগুড়ি ট্রেন স্টেশনে পৌছে যাবেন। আমাদের গাইড আপনাদের রিসিভ করবেন ও অভ্যর্থনা জানাবেন।

০ তম দিন

০১ দিন

ইমিগ্রেশন শেষ হলে রিজার্ভ জিপে আমরা শিলিগুড়ি চলে যাব ও দুপুরের খাবার খেয়ে নিব। খাবার খেয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রহনা দিব। রাতে আমরা হোটেলে চেক-ইন করে দার্জিলিং থাকব।

০২ দিন

সকালের নাস্তা শেষ করে আমরা লাচুং যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। যাওয়ার সময় আমরা ওয়াটার ফল সহ বিভিন্ন দর্শণীয় স্থান গুলো ঘুরে দেখব। সন্ধ্যায় আমরা লাচুং পৌছাব। হোটেলে চেক-ইন করে আমরা রাতে হোটেলে থাকব।

০২ দিন

০৩ দিন

সকালের নাস্তা করে আমরা ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ইয়ামথাং ভ্যালিকে ফুলের রাজ্যও বলা হয় (সময় সাপেক্ষে নিজ খরচে জিরো পয়েন্ট ঘুরে দেখার সুযোগ থাকবে)। ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট পরিদর্শন শেষে লাচুং এর হোটেলে দুপুরের খাবার সম্পন্ন করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা হোটেলে রাত্রি যাপন করব।

০৪ দিন

সকালের নাস্তা শেষ করে আমরা রিজার্ভ গাড়িতে ইস্ট সিকিমের চাংগু লেক বা তসমগো লেক সহ বিভিন্ন স্পট ঘুরে দেখব। সব গুলো স্পট ঘুরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। গ্যাংটকে আমরা দুপুরের খাবার খাব। কিছুটা বিরতি দিয়ে আমরা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। রাতে আমরা হোটেলে থাকব।

০৪ দিন

০৫ দিন

সকালের নাস্তা শেষ করে আমরা রিজার্ভ গাড়িতে শিলিগুড়ি উদ্দেশ্যে যাত্রা শুরু করব।

ট্যুরে যা অন্তর্ভুক্ত:

  • নিউ জলপাইগুড়ি-গ্যাংটক-নর্থ সিকিম-ইস্ট সিকিম ভ্রমনের জন্য রিজার্ভ জিপের ব্যবস্থা।
  • ইন্ডিয়া সাইডের ভ্রমনকালীন ৩ বেলা খাবারের ব্যবস্থা।
  • ০৩ রাত গ্যাংটক, ০১ রাত লাচুং স্ট্যান্ডার্ড হোটেলে থাকার ব্যবস্থা।
  • ৩-৪ জনের শেয়ার বেসিসে থাকার সুযোগ।
  • সার্বক্ষণিক গরম পানির ব্যবস্থা। ইনার লাইন পারমিট।
  • ইস্ট ও নর্থ সিকিম পরিদর্শনের পারমিট।

ট্যুরে যা অন্তর্ভুক্ত নয়:

  • মিতালী এক্সপ্রেস ট্রেনের টিকিট।
  • ভারতীয় ভিসা ফি।
  • সরকার নির্ধারিত ভ্রমন কর।
  • ইমিগ্রেশন সম্পন্ন করার খরচ।
  • যে কোন ব্যক্তিগত ও মেডিকেল খরচ।
  • ক্যাবল কার ভ্রমন খরচ।
  • সিকিমের লোকাল টাক্সি ভাড়া

ফুডম্যানু:

সকালের নাস্তাঃ পরোটা/ পুরী/ আলু পরোটা, ভেজিটেবল, ডিম, চা, মিনারেল ওয়াটার।
দুপুরের খাবারঃ প্লেইন রাইস, চিকেন/ বিফ, ভেজিটেবল, ডাল, মিনারেল ওয়াটার।
রাতের খাবারঃ প্লেইন রাইস, মাছ/ বিফ/ চিকেন, ভেজিটেবল, ডাল, মিনারেল ওয়াটার।

Frequently asked questions

Can I customize this itinerary?
Yes. We can customize above itinerary as per your requirments.

Customer Reviews

Our Thailand tour management was very nice by Trip Tricks Holidays. I am satisfied with their services.
They are totally a great professional guide. They are a happy company who spreads happiness.
I am fascinated by the professionalism and sincerity of Trip Tricks Holidays team. I wish them success.
The way Trip Tricks Holidays assisted me in transporting my mother to a hospital in Singapore is truly helpful. I wish them prosperity.